হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে রেললাইনের নাট বল্টু পিন খোলার অভিযোগে ২ শিশুর বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের নাট,বল্টু, পিন খোলার অভিযোগে দুই শিশুর বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার রাতে রেলওয়ে জয়দেবপুর থানার ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্ত ১১ বছর বয়সী এক শিশুর বাড়ি শ্রীপুরে, অপর শিশুর বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা বলেন, গত শনিবার বিকেলে আটক দুই শিশু সাতখামাইর এলাকার খাসপাড়া নামক স্থানে রেলপথ থেকে নাট, বল্টু ও পিন খুলছিল। এ সময় রেলসড়কের নিরাপত্তায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা এক শিশুকে আটক করে পুলিশে দেন। অপর শিশুকে রোববার বিকেলে তার স্বজনেরা শ্রীপুর থানায় সোপর্দ করেন।

মো. শহিদুল্লা আরও বলেন, গতকাল সন্ধ্যায় শ্রীপুর থানা-পুলিশ ওই দুই শিশুকে রেলওয়ে পুলিশে হস্তান্তর করে। আটক দুজনকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে তাদের দেখানোমতে রেলপথের পাশের জঙ্গল থেকে খুলে রাখা ছয়টি নাট-বল্টু ও পিন উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ওই দুই শিশুর বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের খাসপাড়াসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে ওই ঘটনা ঘটে।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা