রাজধানীর বিমানবন্দরে মোবাইলের পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ইয়াবাসহ রানা খান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচ থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী হলেন, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের আইয়ুব আলী খানের ছেলে রানা।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ফুট ওভার ব্রিজের নিচ থেকে ইয়াবাসহ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁর প্যান্টের পকেট এবং মোবাইলের পাওয়ার ব্যাংকের ভেতর থেকে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসআই মিকাইল বলেন, প্রাথমিক জানা যায়, সু-কৌশলে লুকিয়ে এসব ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জে নিয়ে যাচ্ছিল। রানা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।