হোম > অপরাধ > ঢাকা

আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে ফোন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একজন চাকরিপ্রত্যাশীকে কনস্টেবল পদে নিয়োগের তদবির করেন তিনি। পরে এসএমএস করে প্রার্থীর তথ্যও পাঠান সেই নারী। 

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টায় কেরানীগঞ্জের আঁটিবাজার ঘাটারচর এলাকা থেকে প্রতারক নারী রুমা আক্তার (৩২) ও তাঁর স্বামী আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা গোয়েন্দারা। 

আজ শনিবার বিকেল ৩টায় পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের মুখপাত্র এআইজি কামরুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

তিনি জানান, ওই নারী প্রতারক আইজিপির স্ত্রীর পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর বেলা পৌনে ১২টায় তাঁর ব্যক্তিগত ফোন থেকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে চাকরির কথা বলেন। 

রুমা আক্তারের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামে। তাঁর বাবার নাম রেজাউল শেখ। বর্তমানে সাভার থানার লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

এ ঘটনায় আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা এসব ক্ষেত্রে সবাইকে প্রতারক থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান