হোম > অপরাধ > ঢাকা

সন্দেহজনক গতিবিধি, আটকের পর নিজেই পায়ুপথ থেকে বের করলেন হেরোইন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া এক যুবকের চলাচল সন্দেহভাজন মনে হওয়ায় তল্লাশি চালায় পুলিশ। তাঁর কথার অসংগতিতে চালায় জিজ্ঞাসাবাদ। একপর্যায়ে ওই যুবক নিজেই তাঁর পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে দেন পুলিশকে। 

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। 

গ্রেপ্তার যুবকের নাম মো. রাবেল শেখ ওরফে রাসেল (২৯)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে। 

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে। এ সময় তাঁর কাছে কিছুই পাওয়া যায়নি। তাঁর এলোমেলো কথায় পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেই তাঁর পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশকে দেন। 

ওসি আরও বলেন, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও গ্রেপ্তারদের বিরুদ্ধে ২টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ