হোম > অপরাধ > ঢাকা

সন্দেহজনক গতিবিধি, আটকের পর নিজেই পায়ুপথ থেকে বের করলেন হেরোইন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া এক যুবকের চলাচল সন্দেহভাজন মনে হওয়ায় তল্লাশি চালায় পুলিশ। তাঁর কথার অসংগতিতে চালায় জিজ্ঞাসাবাদ। একপর্যায়ে ওই যুবক নিজেই তাঁর পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে দেন পুলিশকে। 

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। 

গ্রেপ্তার যুবকের নাম মো. রাবেল শেখ ওরফে রাসেল (২৯)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে। 

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে। এ সময় তাঁর কাছে কিছুই পাওয়া যায়নি। তাঁর এলোমেলো কথায় পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেই তাঁর পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশকে দেন। 

ওসি আরও বলেন, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও গ্রেপ্তারদের বিরুদ্ধে ২টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

মহান বিজয় দিবসে মেট্রোরেল সাময়িক বন্ধ থাকবে

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট