হোম > অপরাধ > ঢাকা

তেজগাঁও থেকে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও কুনিপাড়ায় একটি কারখানার ভেতর থেকে হাশেম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানার কর্মচারীরা সেখানে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

ওই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা ঝন্টু মিয়া জানান, তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া হ্যাপি হোমস-সংলগ্ন জুয়েল ইন্ডাস্ট্রিজের শ্রমিক। সেখানে নাটবল্টু তৈরি হয়। ওই কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন হাশেম মিয়া। কারখানাটির দোতলার একটি কক্ষে একাই থাকতেন হাশেম। 

ঝন্টু আরও জানান, সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে হাশেমকে তাঁর কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথা, কপালসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ ছিল। ঘরের আলমারিসহ জিনিসপত্র সব এলোমেলো ছিল। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, ‘ওই ব্যক্তিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তাঁর মাথাসহ শরীরে জখম রয়েছে। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল