হোম > অপরাধ > ঢাকা

তেজগাঁও থেকে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও কুনিপাড়ায় একটি কারখানার ভেতর থেকে হাশেম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানার কর্মচারীরা সেখানে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

ওই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা ঝন্টু মিয়া জানান, তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া হ্যাপি হোমস-সংলগ্ন জুয়েল ইন্ডাস্ট্রিজের শ্রমিক। সেখানে নাটবল্টু তৈরি হয়। ওই কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন হাশেম মিয়া। কারখানাটির দোতলার একটি কক্ষে একাই থাকতেন হাশেম। 

ঝন্টু আরও জানান, সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে হাশেমকে তাঁর কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথা, কপালসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ ছিল। ঘরের আলমারিসহ জিনিসপত্র সব এলোমেলো ছিল। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, ‘ওই ব্যক্তিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তাঁর মাথাসহ শরীরে জখম রয়েছে। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।’

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল