হোম > অপরাধ > ঢাকা

রাজধানী থেকে পৃথক অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত পরিবহন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. খোকন (৩৪), মো. আলমগীর (৩৫), পরান দেওয়ান (৩৩) ও মো. সারোয়ার হোসেন লিংকন (৩৩)। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. সিজান (২৩), মো. রিপন (২২) ও মো. ইব্রাহিম (২১)। 

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) এনায়েত কবির সোহেব। 

এনায়েত কবির জানান, র‍্যাব-১০-এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানার নতুন আলীবহর এলাকা ও যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময়ে চার চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি কাঠের লাঠি ও বিভিন্ন পরিবহন থেকে আদায় করা চাঁদার ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। 

পৃথক আরেক অভিযানে রাজধানীর ওসমানী উদ্যান ও কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহনের চালক ও চালকের সহকারীদের ভয়ভীতি দেখিয়ে জোর করে চাঁদা আদায় করতেন তাঁরা। এ ছাড়া পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। 

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন