হোম > অপরাধ > ঢাকা

রাজধানী থেকে পৃথক অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত পরিবহন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. খোকন (৩৪), মো. আলমগীর (৩৫), পরান দেওয়ান (৩৩) ও মো. সারোয়ার হোসেন লিংকন (৩৩)। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. সিজান (২৩), মো. রিপন (২২) ও মো. ইব্রাহিম (২১)। 

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) এনায়েত কবির সোহেব। 

এনায়েত কবির জানান, র‍্যাব-১০-এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানার নতুন আলীবহর এলাকা ও যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময়ে চার চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি কাঠের লাঠি ও বিভিন্ন পরিবহন থেকে আদায় করা চাঁদার ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। 

পৃথক আরেক অভিযানে রাজধানীর ওসমানী উদ্যান ও কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহনের চালক ও চালকের সহকারীদের ভয়ভীতি দেখিয়ে জোর করে চাঁদা আদায় করতেন তাঁরা। এ ছাড়া পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। 

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন