হোম > অপরাধ > ঢাকা

রাষ্ট্রপতি পরিচয়ে এমপি-মন্ত্রীদের ফোন করে তদবির করতেন সিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পরিচয় দিতেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে। এমপি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন কল দিয়ে রাষ্ট্রপতি পরিচয়ে নানা তদবির করতেন। চাকরি পাইয়ে দেওয়া, পদোন্নতির তদবিরের নামে অর্থ হাতিয়ে নিতেন। ছয় মাস ধরে এমন নানা প্রতারণা করে আসছিলেন মো. সিরাজ। গতকাল মঙ্গলবার রাতে পাবনা জেলায় অভিযান চালিয়ে সিরাজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান জানান, সিরাজ রাষ্ট্রপতি পরিচয়ে বিভিন্ন এমপি, মন্ত্রীকে কল দিয়ে তদবির করতেন। তাঁর নামে দুটি প্রতারণা মামলা রয়েছে। প্রতারণা করে সিরাজ তিনটি বিয়ে করেছেন। এক স্ত্রী স্কুলশিক্ষিকা, একজন নার্স এবং আট মাস আগে করেছেন তৃতীয় বিয়ে। সিরাজের গ্রামের বাড়ি রংপুর সদরের মীরবাগে।

হারুন অর রশীদ বলেন, সিরাজ আগে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি করতেন। নিজেকে ‘মহামান্য রাষ্ট্রপতি’ পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের ফোন করতেন। এ ছাড়া তাঁদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করতেন। সম্প্রতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুজন সিনিয়র স্টাফ নার্সের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে কল করেন তিনি। এ সময় নিজেকে রাষ্ট্রপতি পরিচয় দিয়ে তাঁদের অন্যত্র বদলির জন্য তদবির করেন।

হারুন অর রশীদ আরও জানান, একটি সিম কার্ড দিয়ে একবারই কল দিতেন সিরাজ। এরপর সিম কার্ডটি ফেলে দিতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য একটি মোবাইল নম্বর একবার ব্যবহার করে সিমটি হারিয়ে গেছে বলে নিজেই থানায় জিডি করতেন। পরে নতুন একটি নম্বর ব্যবহার শুরু করতেন। আগে বিভিন্ন এমপি ও মন্ত্রীর নামে প্রতারণা করতেন। এরপর প্রতারণায় দক্ষ হয়ে রাষ্ট্রপতির নামে প্রতারণা শুরু করেন। 

ডিবিপ্রধান হারুন বলেন, সিরাজের বিষয়ে আজই মামলা হবে। মামলার পর আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

তিনি জানান, ডিবির সদস্যরা আটক করতে গেলে শুনেই অজ্ঞান হয়ে যান সিরাজ। এরপর তাঁকে নানা বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়। সিরাজ সিম কার্ড কেনার পরই নম্বরটি তাঁর মোবাইলে রাষ্ট্রপতির নামে নামে সেভ করতেন। ফলে অপর প্রান্তের ব্যক্তির মোবাইলে ট্রু কলারে রাষ্ট্রপতির নাম ভেসে উঠত। 

ডিবিপ্রধান দাবি করেন, প্রধানমন্ত্রী ছাড়া এখন পর্যন্ত যত মন্ত্রী ও সংসদ সদস্যের নামে প্রতারণা করা হয়েছে সেই প্রতারকদের আইনের আওতায় আনা হয়েছে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব