হোম > অপরাধ > ঢাকা

পরামর্শ নিতে যাওয়া কৃষককে গালাগাল, দুই কর্মকর্তাকে বদলি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে ধানের পোকা দমনে পরামর্শ নিতে যাওয়া কৃষককে গালমন্দ করে বের করে দেওয়ার ঘটনায় দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন সুজনকে আগেই দিনাজপুর বদলি করা হয়েছে। এবার উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) কৃষি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত একটি পত্রে কৃষি কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়। 

গতকাল রাত ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুর সালথায় পদায়ন করা হয়েছে। ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, ১৬ এপ্রিলের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক তাঁকে অবমুক্ত বলে গণ্য হবেন। 

জানা গেছে, গত মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত একগুচ্ছ বোরোধান নিয়ে পরামর্শ চাইতে শিবালয় উপজেলা কৃষি অফিসে যান কৃষক ফজলুর রহমান (৬৫)। ভুক্তভোগী কৃষককে সমস্যা সমাধান না দিয়ে উল্টো গালমন্দ করা হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগ দেন অফিসের অন্য স্টাফরাও। একপর্যায়ে কৃষক ফজলুর রহমানকে অফিস থেকে বের করে দেওয়া হয়। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিবালয় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাকে দিনাজপুরে বদলি করা হয়েছে। আরেকটি অফিস আদেশে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না