টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করেছে পরিবহন শ্রমিকেরা। এ হামলায় ম্যাজিস্ট্রেটের নাক ফেটে রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।
জানা যায়, উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা ওঠে যে, ভূঞাপুর বাসস্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে এলোপাতাড়ি পার্কিং করে সড়ক দখল করা হয়। এ থেকে বাঁচতে সভায় উপস্থিত অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে বৈঠক করেন। আলোচনার পরে শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ২ জন শ্রমিককে জেল-জরিমানা করলে পুলিশ সদস্যরা তাঁদের নিয়ে পুলিশ ভ্যানে বসে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। পরে ইউএনও কক্ষে শ্রমিক নেতারাসহ সবাই বসে বিষয়টি সমাধান করে। পরিবহন শ্রমিকেরা ক্ষমা চাওয়ায় দুই শ্রমিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।