হোম > অপরাধ > ঢাকা

ম্যাজিস্ট্রেটের নাক ফাটিয়ে দিয়েছে শ্রমিকেরা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করেছে পরিবহন শ্রমিকেরা। এ হামলায় ম্যাজিস্ট্রেটের নাক ফেটে রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। 

জানা যায়, উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা ওঠে যে, ভূঞাপুর বাসস্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে এলোপাতাড়ি পার্কিং করে সড়ক দখল করা হয়। এ থেকে বাঁচতে সভায় উপস্থিত অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে যান। তিনি দুই পরিবহন শ্রমিক ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটি গ্রামের হারুনুর রশিদ (৪০) ও উপজেলা কাগমারীপাড়ার মানিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়ে তাঁদের পুলিশ ভ্যানে তুললে উপস্থিত শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। 

এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে বৈঠক করেন। আলোচনার পরে শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পান। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ২ জন শ্রমিককে জেল-জরিমানা করলে পুলিশ সদস্যরা তাঁদের নিয়ে পুলিশ ভ্যানে বসে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। পরে ইউএনও কক্ষে শ্রমিক নেতারাসহ সবাই বসে বিষয়টি সমাধান করে। পরিবহন শ্রমিকেরা ক্ষমা চাওয়ায় দুই শ্রমিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে