হোম > অপরাধ > ঢাকা

অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহরণের তিন দিন পর এক স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া থানার পুলিশ। 

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তিনজনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে যায় ওই স্কুলছাত্রী। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে মুখ চেপে ধরে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় তাকে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করে ছাত্রীর পরিবার। কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই স্কুলছাত্রীর। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে পুলেরঘাট এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। 

ভুক্তভোগীর বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান জানান, ওই ছাত্রীর মা প্রবাসে থাকেন। মেয়েকে অপহরণ করে মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মেয়েটিকে সেখানে ফেলে পালিয়ে যান তারা। তবে দুর্বৃত্তরা মুখোশ পরে থাকায় তাদের কাউকে চিনতে পারেনি সে। এ ঘটনায় তিনজনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। 

ওসি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দির জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির