হোম > অপরাধ > ঢাকা

অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহরণের তিন দিন পর এক স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া থানার পুলিশ। 

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তিনজনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে যায় ওই স্কুলছাত্রী। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে মুখ চেপে ধরে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় তাকে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করে ছাত্রীর পরিবার। কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই স্কুলছাত্রীর। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে পুলেরঘাট এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। 

ভুক্তভোগীর বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান জানান, ওই ছাত্রীর মা প্রবাসে থাকেন। মেয়েকে অপহরণ করে মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মেয়েটিকে সেখানে ফেলে পালিয়ে যান তারা। তবে দুর্বৃত্তরা মুখোশ পরে থাকায় তাদের কাউকে চিনতে পারেনি সে। এ ঘটনায় তিনজনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। 

ওসি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দির জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে