হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশু এক মাস পর রাজবাড়ী থেকে উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের প্রায় এক মাস পর ১৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাজবাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

এর আগে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে অপহৃত হয় ওই শিশু। এ ঘটনায় গত সোমবার শিশুটির বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, মো. সোহান (২২) ও তাঁর বাবা মো. সুজন মানিক (৫৫), মো. রাসেল (৩৬) এবং মোসা. তানিয়া (২৫)। আসামিদের মধ্যে সোহান ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজবাড়ী এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

ওই শিশুর বাবা বলেন, মো. সোহান ফেসবুক ও মোবাইল ফোনে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে অভিযুক্ত সোহান মোবাইল ফোনে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। মেয়ে এই প্রস্তাবে রাজি না হলে তিনি তাঁর মেয়েকে অপহরণ করে যেকোনো সময় উঠিয়ে নিয়ে বিয়ে করবেন বলে হুমকি দেয়। 

ওসি গোলাম মোস্তফা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অপহৃত শিশুকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে গতকাল সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিশুকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তার করে। আসামিদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার