হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় পিচ্চি মানিক হত্যা: ৯ জনের নামে থানায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিককে (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। 

গতকাল সোমবার রাত ১০টায় ফতুল্লার চানমারী এলাকার একটি গ্যারেজে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মানিক ফতুল্লার টাগারপাড় আল আমিন নগরের আব্দুস সালামের ছেলে। 

অভিযুক্তরা হলেন দাউদ (৫৫), শরীফ (৩৫), আরিফ (২৯), সজীব (২৭), শান্ত (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০) ও জুয়েল (২০)। 

মামলায় উল্লেখ করা হয়, মানিক রড-সিমেন্ট ব্যবসায়ী। ফতুল্লার হক বাজার এলাকায় তাঁর একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। অভিযুক্তদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গতকাল রাত ৮টার দিকে মানিক তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর উদ্দেশে বের হন। সোয়া ৯টার দিকে চানমারী পৌঁছানোর পর অভিযুক্তরা তাঁকে কৌশলে নিজেদের গ্যারেজে নিয়ে যান। 

এর কিছুক্ষণ পরেই তাঁর স্বামীকে কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু নিশ্চিত করে আসামিরা সরে যান। পরে রাত সোয়া ১০টায় মানিককে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক শ্রী উত্তম কুমার রায় বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল