হোম > অপরাধ > ঢাকা

বিয়ের কথা বলে কিশোরীকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা, তরুণ গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বিয়ের কথা বলে কিশোরীকে যৌনপল্লিতে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন মিজান নামে এক তরুণ। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। 

ওই তরুণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে কিশোরীকে বিক্রি করার চেষ্টা করছিলেন। গতকাল বৃহস্পতিবার যৌনপল্লি-সংলগ্ন পুড়াভিটা এলাকার নুরী বাড়িওয়ালীর গেট থেকে তাঁকে আটক করা হয়। 

গ্রেপ্তার মিজান ব্যাপারী (২৬) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রামপুর গ্রামের দেলোয়ার ব্যাপারীর (মৃত) ছেলে। উদ্ধার কিশোরীর বাড়ি চাঁদপুর জেলার মতলবে। 

যৌনপল্লির কয়েকজন জানান, সকাল ৭টার দিকে পুড়াভিটার গেট দিয়ে দুজন যৌনপল্লিতে প্রবেশ করে কাকে যেন খোঁজাখুঁজি করছিল। এতে সন্দেহ হলে তরুণকে জিজ্ঞেস করা হয়, তিনি মেয়েটিকে কোথা থেকে এনেছেন। তখন তরুণ কিছুই বলতে পারছিল না। মেয়েটিকে জিজ্ঞেস করলে সে জানায়, ছেলেটি তাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছে। কিন্তু এটি যে যৌনপল্লি, সেটি জানার পরই মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। তখন স্থানীয়রা যৌনপল্লির প্রধান গেটে থাকা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেয়েটিসহ তরুণকে আটক করে। 

আটক মিজান বলেন, ‘আমি বছর দশেক আগে যৌনপল্লিতে এসেছিলাম। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় রিকশা চালাই। হঠাৎ বুড়িগঙ্গা নদীর পাড়ে মেয়টিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করি, বোন কোথায় যাবা? মেয়েটি বলে, আমি রাস্তায় থাকি, বাড়িতে কেউ আমাকে আদর করে না। তখন আমি বলি, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তারপর সংসার করব—এ কথা বলে আমি ওকে সঙ্গে করে নিয়ে আসি।’ 

উদ্ধার হওয়া মেয়েটি বলে, ‘ছেলেটি আমাকে বিয়ে করার কথা বলে ঢাকা থেকে নিয়ে এসেছে। এখানে এসে বলছে, আমি তোমাকে বিক্রি করে দিব, তাহলে তুমি ভালো থাকবে। এ কথা শুনে আমি কান্নাকাটি করি। স্থানীয়রা আমাদের জিজ্ঞাসা করে পুলিশের হাতে তুলে দিয়েছে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘আটক তরুণ মিজান ব্যাপারীর নামে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচারের মামলা হয়েছে। উদ্ধার হওয়া মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তরুণকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত