হোম > অপরাধ > ঢাকা

সরকারি গাছকাটা মামলায় আ.লীগের দুই নেতার কারাদণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি গাছকাটা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এ রায় দেন।

দুই নেতা হলেন, উপজেলার আনাইতারা ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক  নাজিম বকসী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন।

জানা গেছে, গত জুলাই মাসে উপজেলার আনাইতারা ইউনিয়নের লক্ষীনদা গ্রামে রাস্তার দুপাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগে ওই গ্রামের হামিদুর রহমান ওরফে বাবুকে আটক করে থানা-পুলিশ। পরবর্তীতে ১৯ জুলাই এ বিষয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গাছকাটার সঙ্গে নাজিম বকসী ও আলমগীর হোসেন জড়িত বলে স্বীকারোক্তি দেন হামিদুর রহমান বাবু। এদিকে নাজিম বকসী ও আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেয়। 

মামলার সরকারি পক্ষের পিপি অ্যাডভোকেট মোতালেব মিয়া তাঁদের জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন বলেন, আজ টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মো. সাউদ হাসান তাঁদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি