হোম > অপরাধ > ঢাকা

বাসার সামনে থেকে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, স্বামী–স্ত্রী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন এক দম্পতি। অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী দম্পতিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ফতুল্লার বিসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন—ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার হুমায়ুন কবিরের ছেলে শাহ মো. আজমির (২৪) ও তাঁর স্ত্রী ইমু আক্তার (২২)। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান।

মামলার এজাহার সূত্র এবং পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় বাসার সামনে খেলছিল। সেখান থেকে তাকে অপহরণ করেন আজমির। পরে শিশুটির বাবা আব্দুল হকের নম্বরে ফোনকল করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানালে উপপরিদর্শক মোস্তফা কামাল নম্বর ট্র্যাক করে আজমিরের অবস্থান শনাক্ত করেন। এরপর কিছু টাকা পাঠিয়ে বাকিটা দেওয়ার কথা বলে একটি দোকানের সামনে আসতে বলা হয়। সেখানেই আটক করা হয় আজমিরকে। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল খান বলেন, ‘শিশু অপহরণের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক