হোম > অপরাধ > ঢাকা

সিঙ্গাইরে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় লোকমান হোসেন (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন। লোকমান হোসেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে সিঙ্গাইর উপজেলার গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন লোকমান হোসেন। পরে পালিয়ে যাওয়ার সময়ে এলাকাবাসী লোকমান হোসেনকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার পরদিন ৬ ডিসেম্বর নিহতের ভাবি লোকমান হোসেনকে আসামিকে করে সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিঙ্গাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামিকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। এ মামলায় আদালতে ১৫ জনের সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষী দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামি বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আজ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

অপর দিকে আসামি পক্ষের আইনজীবী মো. শাহিনুর ইসলাম উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন