হোম > অপরাধ > ঢাকা

সিঙ্গাইরে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় লোকমান হোসেন (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন। লোকমান হোসেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে সিঙ্গাইর উপজেলার গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন লোকমান হোসেন। পরে পালিয়ে যাওয়ার সময়ে এলাকাবাসী লোকমান হোসেনকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার পরদিন ৬ ডিসেম্বর নিহতের ভাবি লোকমান হোসেনকে আসামিকে করে সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিঙ্গাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামিকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। এ মামলায় আদালতে ১৫ জনের সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষী দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামি বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আজ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

অপর দিকে আসামি পক্ষের আইনজীবী মো. শাহিনুর ইসলাম উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল