হোম > অপরাধ > ঢাকা

শিবচরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ বিষয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছে ওই শিক্ষার্থী।

জানা গেছে, সম্প্রতি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুসলিমা আক্তারের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির দুই কিস্তির ৫ হাজার ৮০০ টাকা আসে। গত শুক্রবার সকালে তার মোবাইল নম্বরে একটি রবি নম্বর থেকে ফোন দিয়ে আরও উপবৃত্তির টাকা আসবে বলে ফোনে পাঠানো ওটিপি এবং পিন নম্বর কৌশলে জেনে নিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থীর অ্যাকাউন্টে থাকা ৫ হাজার ৮২০ টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থী তার কলেজের শিক্ষকের কাছে বিস্তারিত জানায় এবং ওই দিন বিকেলে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করে।

সরকারি বরহামগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মিরাজুল ইসলাম বলেন, ‘উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্টে আসার পরই গত শুক্রবার সকালে চারজনের মোবাইল থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনা জানার পর আমরা শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছি, যাতে করে তারা অ্যাকাউন্টের কোনো তথ্য কাউকে না জানায়।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মোবাইলে ফোন দিয়ে কখনো শিক্ষা বোর্ড থেকে আবার কখনো কলেজেরই কোনো শিক্ষকের নামে নিজেদের পরিচয় দিয়ে আরও টাকা পাওয়ার কথা বলে ওই প্রতারক চক্র কৌশলে পিন নম্বর হাতিয়ে নেয়।’

প্রতারণার শিকার শিক্ষার্থী মুসলিমা জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপবৃত্তির হেড অফিসের পরিচয় দিয়ে তার মোবাইলে ফোন আসে এবং আরও টাকা পাওয়া যাবে বলে জানায়। ওই সময় তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজে আসা একটি নম্বর অজ্ঞাত ওই ব্যক্তি জানতে চায়। এরপর পিন নম্বর জানতে চাইলে সরল বিশ্বাসে তাকে বলে দেয় সে। সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে টাকা অন্যত্র চলে যায়। এরপর ফোন আসা ওই নম্বরটি (০১৮১৩৯১১৮৬১) বন্ধ পায় এবং বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। একটি প্রতারক চক্র কৌশলে মোবাইল অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে