হোম > অপরাধ > ঢাকা

টিপু ও প্রীতি হত্যাকাণ্ড: যুবলীগ নেতা দামাল এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া মতিঝিলের স্থানীয় যুবলীগ নেতা আরফান উল্লাহ দামালকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ইয়াসমিন আরা অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

বিকেলে তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
রিমান্ড আবেদনে বলা হয়, দামালের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যায় ব্যবহার করা অস্ত্র হতে পারে। এ ছাড়া টিপু হত্যার আগে গ্রেপ্তার আসামি দামালসহ বেশ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা গোপন বৈঠক করে। স্থানীয় যুবলীগ নেতা হিসেবে দামাল পরিচিত। সন্দেহ করা হচ্ছে, আরফান উল্লাহ দামাল এবং তাঁর সঙ্গীরা টিপু ও প্রীতি হত্যার ঘটনায় জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও টিপু হত্যার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

টিপু হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

রাজধানীর শাহজাহানপুর থানায় গত ২৪ মার্চ সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। 

এর আগে ২৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু ও রিকশারোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নিহত হন এবং টিপুর গাড়িচালক মুন্না আহত হন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব