হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে যুবলীগের নেতাকে হত্যার অভিযোগ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৪৮) নামের এক যুবলীগ নেতা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২০ নভেম্বর)রাতে সাড়ে ৮টার আউচপাড়া সফিউদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। সাইফুল টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা বলেন, রোববার রাতে ব্যবসায়িক কাজে কলেজ গেট এলাকায় যাওয়ার পথে দুজন যুবক সাইফুলকে মারধর করেন। ঘটনাটার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে ওই দুই ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত সাইফুলকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে এসেছি। দাফনের পর আগামীকাল মঙ্গলবার মামলা করব।’

এ বিষয়ে গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী বাবলু বলেন, ‘সাইফুল ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের সম্পন্ন হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী