হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে যুবলীগের নেতাকে হত্যার অভিযোগ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৪৮) নামের এক যুবলীগ নেতা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২০ নভেম্বর)রাতে সাড়ে ৮টার আউচপাড়া সফিউদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। সাইফুল টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা বলেন, রোববার রাতে ব্যবসায়িক কাজে কলেজ গেট এলাকায় যাওয়ার পথে দুজন যুবক সাইফুলকে মারধর করেন। ঘটনাটার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে ওই দুই ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত সাইফুলকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে এসেছি। দাফনের পর আগামীকাল মঙ্গলবার মামলা করব।’

এ বিষয়ে গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী বাবলু বলেন, ‘সাইফুল ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের সম্পন্ন হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।’

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে