প্রতারণা করে মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইদুর রহমান হাওলাদার এবং মো. মোর্শেদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে দুজন গ্রেপ্তার বিষয়ে জানান।
ওসি বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ‘কাইজ্যা পার্টি’ নামেই পরিচিত। শহরে রিকশা নিয়ে কার্যক্রম চালান চক্রের সদস্যরা। প্রথমে কয়েকজন যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া করেন। ওই সুযোগে আরেকজন রিকশায় থাকা মালামাল নিয়ে পালিয়ে যান।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সাইদুর এই গ্রুপের প্রধান। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে লুট করা চার লক্ষাধিক টাকার মেডিকেল সরঞ্জাম এবং দুই লক্ষাধিক টাকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।