হোম > অপরাধ > ঢাকা

২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা মেয়ে, ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৮) আটক করেছে র‍্যাব–১৪। গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে ওই বাবাকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
 
র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত বছরের ৫ নভেম্বর সদর উপজেলায় এক ব্যক্তি নিজ বসত ঘরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েকে ভয় দেখায় ধর্ষক বাবা। ভয়ে কাউকে কিছু না বলার সুযোগে মেয়েকে টানা ছয় মাস একাধিকবার ধর্ষণ করেন ওই বাবা।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বলেন, ধর্ষণের ফলে শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানায় ওই মেয়ে। পরে ওই মেয়ের বড় ভাই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক পরীক্ষার পর চিকিৎসক জানান, ওই মেয়ে ২৭ থেকে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর গতকাল সোমবার মেয়ের বড় ভাই কিশোরগঞ্জ মডেল থানায় বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলে আমরা আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান নিশ্চিত করে আমরা অভিযান পরিচালনা করে তাঁকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন। তাঁকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’    

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার