হোম > অপরাধ > ঢাকা

২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা মেয়ে, ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৮) আটক করেছে র‍্যাব–১৪। গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে ওই বাবাকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
 
র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত বছরের ৫ নভেম্বর সদর উপজেলায় এক ব্যক্তি নিজ বসত ঘরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েকে ভয় দেখায় ধর্ষক বাবা। ভয়ে কাউকে কিছু না বলার সুযোগে মেয়েকে টানা ছয় মাস একাধিকবার ধর্ষণ করেন ওই বাবা।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বলেন, ধর্ষণের ফলে শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানায় ওই মেয়ে। পরে ওই মেয়ের বড় ভাই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক পরীক্ষার পর চিকিৎসক জানান, ওই মেয়ে ২৭ থেকে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর গতকাল সোমবার মেয়ের বড় ভাই কিশোরগঞ্জ মডেল থানায় বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলে আমরা আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান নিশ্চিত করে আমরা অভিযান পরিচালনা করে তাঁকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন। তাঁকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’    

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ