হোম > অপরাধ > ঢাকা

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আদলতে মামলা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নরসিংদী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্ত ব্যক্তির স্বজনেরা গৃহবধূর বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

মামলার বিবরণ ও ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ নভেম্বর (বুধবার) বিকেল ৪টার দিকে নানার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন ওই নারী। রাস্তায় শামীম ও আজিজুল ইসলাম নামের দুই যুবক ওই গৃহবধূর মুখ চেপে ধরে পাশের পেঁপেবাগানে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তাঁরা। 

এরপর গত ২৩ নভেম্বর (বুধবার) অভিযুক্ত দুই ব্যক্তি আবারও ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে বাড়ির অদূরে বাঁশঝাড়ের ভেতরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় গৃহবধূকে হুমকি দিয়ে বলেন, ‘এ ঘটনা কাউকে জানালে মেরে লাশ গুম করে ফেলব। ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব।’ 

এ ঘটনায় গত ১ ডিসেম্বর গৃহবধূ নিজেই বাদী হয়ে বীরগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া (২০) এবং নজরুল ইসলামের ছেলে আজিজুল ইসলামকে (১৯) আসামি করে নরসিংদীর আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন। 

গৃহবধূর স্বামী বলেন, ‘থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্টো আসামির লোকজনের মাধ্যমে প্রভাবিত হয়ে আমাদের ফেরত পাঠিয়ে দেয়। এ জন্য মামলা করতে দেরি হয়েছে।’ 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তা ছাড়া আদালত থেকেও কোনো নির্দেশনা পাইনি।’ 

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে