হোম > অপরাধ > ঢাকা

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আদলতে মামলা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নরসিংদী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্ত ব্যক্তির স্বজনেরা গৃহবধূর বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

মামলার বিবরণ ও ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ নভেম্বর (বুধবার) বিকেল ৪টার দিকে নানার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন ওই নারী। রাস্তায় শামীম ও আজিজুল ইসলাম নামের দুই যুবক ওই গৃহবধূর মুখ চেপে ধরে পাশের পেঁপেবাগানে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তাঁরা। 

এরপর গত ২৩ নভেম্বর (বুধবার) অভিযুক্ত দুই ব্যক্তি আবারও ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে বাড়ির অদূরে বাঁশঝাড়ের ভেতরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় গৃহবধূকে হুমকি দিয়ে বলেন, ‘এ ঘটনা কাউকে জানালে মেরে লাশ গুম করে ফেলব। ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব।’ 

এ ঘটনায় গত ১ ডিসেম্বর গৃহবধূ নিজেই বাদী হয়ে বীরগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া (২০) এবং নজরুল ইসলামের ছেলে আজিজুল ইসলামকে (১৯) আসামি করে নরসিংদীর আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন। 

গৃহবধূর স্বামী বলেন, ‘থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্টো আসামির লোকজনের মাধ্যমে প্রভাবিত হয়ে আমাদের ফেরত পাঠিয়ে দেয়। এ জন্য মামলা করতে দেরি হয়েছে।’ 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তা ছাড়া আদালত থেকেও কোনো নির্দেশনা পাইনি।’ 

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ