হোম > অপরাধ > ঢাকা

বিয়েবাড়িতে তাণ্ডব, গ্রেপ্তার ৪ হিজড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর থানার ৩ নম্বর সেকশন এলাকার একটি বিয়েবাড়িতে চাঁদা দাবি ও তাণ্ডব চালানোর অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নম্বর রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চাঁদার দাবিতে বিয়েবাড়িতে তাণ্ডবের অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হিজড়ারা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।

তিনি জানান, মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমন খবর পেয়ে দুপুরের দিকে হিজড়ারা ওই বাড়িতে যান। বাড়িতে গিয়েই তাঁরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন মেয়ের বিয়ের আয়োজনকারী উর্মিলা দেড় হাজার টাকা দেন। কিন্তু এই টাকা পেয়ে হিজড়ারা আরও বেশি চিৎকার শুরু করেন এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

এ সময় ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন উর্মিলা। এতে হিজড়ারা আরও ক্ষিপ্ত হয়ে যান। তাঁরা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করেন। একপর্যায়ে সেই ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন হিজড়ারা। পরে পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে এবং হিজড়াদের গ্রেপ্তার করে। হিজড়াদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক