হোম > অপরাধ > ঢাকা

বিছানায় যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ, পলাতক ‘স্ত্রী’

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা সাভারের আশুলিয়ায় একটি বাড়ি থেকে আলী নূর বিশ্বাস (২৫) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ। নিহত ব্যক্তির ‘কথিত স্ত্রী’ নিজে যুবকের অবস্থান জানিয়ে পালিয়ে যান। এদিকে কথিত স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পরিবারের। 

আজ সোমবার বিকেলে আশুলিয়ার জিরাব বাসস্ট্যান্ডের কাছে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব, পিবিআইয়ের একাধিক দল। 

নিহত যুবক মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে। গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া ওঠেন আলী নূর ও তাঁর স্ত্রী। স্ত্রীর কোনো পরিচয় পাওয়া যায়নি। 

গতকাল রোববার বিকেলে নিহত ব্যক্তির দুলাভাই জাকিরের মোবাইল ফোনে আলী নূরের নম্বর থেকে কল দেন এক নারী। জাকির বলেন, ‘আমাকে ওই মহিলা বলেন আলী নূরকে এক রুমে তালা দিয়ে রাখছি। আপনারা এসে ওকে নিয়ে যান। পরে বাসার ঠিকানা দেয় ওই মহিলা। আমি আজ সকালে আসছি। এসে ওই নম্বরে কল দিয়েছি, তখন আমাকে গালি দিয়ে ফোন কেটে দেয় সে। পরে আমি এলাকাবাসীর সহায়তায় বাড়ি খুঁজে বের করি। এসে দেখি আমার শ্যালকের মৃতদেহ।’ 
 
জাকির আরও বলেন, ‘গত কোরবানির ঈদের ছুটিতে ১৪ জুলাই রাতে আলী নূরের পারিবারিকভাবে বিয়ে হয়। ওই স্ত্রীকে বাড়িতে রেখেই বিয়ের তিন দিন পর ঢাকায় ফিরে আসে আলী নূর। আমরা বিয়ের আগে আলী নূরকে জিজ্ঞেস করেছিলাম তাঁর কোনো পছন্দের মেয়ে আছে কিনা। আলী নূরের সম্মতিতেই তাঁর বিয়ে হয়েছে।’ 

বাড়িওয়ালা দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নিছে। এখনো তাদের জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্য নেওয়া হয়নি। শুক্রবার তারা ঘর ধোয়ামোছা করেছে। শনিবার দিন আলী নূরকে আমি রিকশা চালাতে দেখেছি। আজকে যখন তার বাড়ির লোকজন তাকে খুঁজতে এসেছে তখন আমি এ ঘটনা জানতে পারি।’ 

স্থানীয় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে শুনে আমি এখানে এসেছি। এসে দেখি অনেক ভিড়। পুলিশ আসছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানাই।’ 

আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনূস আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘর থেকে একটি রক্তমাখা বঁটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার এসেছে, তারা লিখিত অভিযোগ দায়ের করবে।’ 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ