হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১১টায় হাসনাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর মো. আলতাফ (৩৫) গত শনিবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তের নাম মো. রুবেল (৪০)।

এলাকাবাসী জানায়, আলতাফ ও রুবেল দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যায় তাঁরা হাসনাবাদ দোলেশ্বর এলাকায় একসঙ্গে মদ্যপান করেন। পরে তাঁরা হাসনাবাদে চলে আসেন। দুজন কথা বলতে বলতে হাসনাবাদ হাউজিং এলাকায় এলে কথা-কাটাকাটির জের ধরে রুবেল আলতাফকে সুইচ গিয়ার চাকু দিয়ে নাভির নিচে আঘাত করেন। এরপর হাসনাবাদেই রাকিব নামের আরেক বন্ধুকে বাসা থেকে ডেকে এনে তার (রাকিব) পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান রুবেল। পরে এলাকাবাসী আলতাফ ও রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট