ধর্ষণ ও হত্যা মামলার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামি মো. মাসুম (৪৮) গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব- ৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মাসুম পটুয়াখালীর বাউফল থানার গোয়ালিয়াবাঘা এলাকার আব্দুর রশিদের ছেলে। গ্রেপ্তার মাসুম দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ‘মাসুমের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় ২০০২ সালের ১টি গণধর্ষণ মামলা রয়েছে। ওই মামলায় ২০০৬ সালে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই মাসুম দেশের বিভিন্ন এলাকায় পরিচয় পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিলেন।’
গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব-৩ এর অধিনায়ক।