হোম > অপরাধ > ঢাকা

বিদেশি মদ ও বিয়ারসহ রাজধানীতে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারা ও বনানী থেকে পৃথক অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলী (২৯) ও মো. রাসেল শিকদার (৩০)। 

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) নোমান আহমদ। এএসপি নোমান আহমদ জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী থানার ব্র্যাক সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪৯৮ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

এএসপি নোমান আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে রাশেল শিকদারকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় ২৪০ ক্যান বিয়ার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার