রাজধানীর ভাটারা ও বনানী থেকে পৃথক অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলী (২৯) ও মো. রাসেল শিকদার (৩০)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) নোমান আহমদ। এএসপি নোমান আহমদ জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী থানার ব্র্যাক সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪৯৮ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এএসপি নোমান আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে রাশেল শিকদারকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় ২৪০ ক্যান বিয়ার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।