হোম > অপরাধ > ঢাকা

রোগীরা পান না, ডোবায় মিলল সরকারি ওষুধ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে ডোবায় মিলল সরকারি ওষুধ। উপজেলার যমুনা চরাঞ্চলবেষ্টিত গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সরকারি ওষুধ একটি ডোবায় পড়ে থাকতে দেখা গেছে। 

আজ শুক্রবার উপজেলার ৭ নং ওয়ার্ডের রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো পড়ে থাকতে দেখা যায়। 

স্থানীয় লোকজনের অভিযোগ, ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ বাইরের ফার্মেসিতে বিক্রি করে আসছেন। রোগীদের ওষুধ না দিয়ে বিক্রি করতে না পারায় মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ফেলে দিচ্ছেন। তা ছাড়া তিনি নিয়মিত ক্লিনিকেও আসেন না। 

এমনিতেই দুর্গম যমুনা চরাঞ্চলবেষ্টিত ইউনিয়নটির সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। উপজেলা শহর থেকে ইউনিয়নটির দূরত্ব ও যাতায়াতের সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নিতে পারেন না এখানকার রোগীরা। 

এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরু বলেন, ‘এ বিষয়ে আমি জড়িত নই। ঘটনা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আমি ক্লিনিকে গিয়েছিলাম।’ 

গাবসারা ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম আকন্দ শাপলা বলেন, ‘আমার এই ইউনিয়নটি চরাঞ্চলবেষ্টিত হওয়ায় এখানকার মানুষ অনেকটাই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্থানীয় লোকজন সরকারি ওষুধ ডোবায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি সেগুলো আমার হেফাজতে রেখেছি। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি। যেখানে আমার চরাঞ্চলের মানুষ ওষুধ পায় না, সেখানে সরকারের দেওয়া ওষুধ ডোবার পড়ে থাকছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক!’ 

জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোবহান হোসেন বলেন, ‘সরকারি ওষুধ উদ্ধারের ঘটনা আমি শুনেছি। এ ঘটনায় অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩