হোম > অপরাধ > ঢাকা

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তুরাগে হাসান (১৯) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ধউর স্কুল মাঠে এ ঘটনা ঘটে। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত ওই যুবক ধউর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। হামলাকারীরাও একই এলাকার বাসিন্দা। 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবকের গলায় ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ওসি মোস্তফা বলেন, ‘ইফতারের পর ওই স্কুল মাঠে ফুটবল খেলছিল। পরে ছোটরা ছোটদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। পরে দুই পক্ষই ওদের বড় ভাইদের ফোন করে ডেকে নিয়ে আসছিল। ওরা আসার পর বলছে-খেলা বন্ধ কর। এ নিয়েই কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’ 

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ’ ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন আরেক জনকে গলায় খুর দিয়ে পোছ মারছে। পরে আমরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তার গলায় ৩০টি সেলাই লেগেছে।’ 

এক প্রশ্নের জবাবে এসআই মাহমুদ বলেন, ‘এ মামলায় ড্যানিয়ালকে (২৩) প্রধান করে আট-নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা