হোম > অপরাধ > ঢাকা

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তুরাগে হাসান (১৯) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ধউর স্কুল মাঠে এ ঘটনা ঘটে। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত ওই যুবক ধউর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। হামলাকারীরাও একই এলাকার বাসিন্দা। 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবকের গলায় ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ওসি মোস্তফা বলেন, ‘ইফতারের পর ওই স্কুল মাঠে ফুটবল খেলছিল। পরে ছোটরা ছোটদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। পরে দুই পক্ষই ওদের বড় ভাইদের ফোন করে ডেকে নিয়ে আসছিল। ওরা আসার পর বলছে-খেলা বন্ধ কর। এ নিয়েই কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’ 

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ’ ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন আরেক জনকে গলায় খুর দিয়ে পোছ মারছে। পরে আমরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তার গলায় ৩০টি সেলাই লেগেছে।’ 

এক প্রশ্নের জবাবে এসআই মাহমুদ বলেন, ‘এ মামলায় ড্যানিয়ালকে (২৩) প্রধান করে আট-নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন