হোম > অপরাধ > ঢাকা

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তুরাগে হাসান (১৯) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ধউর স্কুল মাঠে এ ঘটনা ঘটে। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত ওই যুবক ধউর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। হামলাকারীরাও একই এলাকার বাসিন্দা। 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবকের গলায় ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ওসি মোস্তফা বলেন, ‘ইফতারের পর ওই স্কুল মাঠে ফুটবল খেলছিল। পরে ছোটরা ছোটদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। পরে দুই পক্ষই ওদের বড় ভাইদের ফোন করে ডেকে নিয়ে আসছিল। ওরা আসার পর বলছে-খেলা বন্ধ কর। এ নিয়েই কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’ 

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ’ ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন আরেক জনকে গলায় খুর দিয়ে পোছ মারছে। পরে আমরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তার গলায় ৩০টি সেলাই লেগেছে।’ 

এক প্রশ্নের জবাবে এসআই মাহমুদ বলেন, ‘এ মামলায় ড্যানিয়ালকে (২৩) প্রধান করে আট-নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক