হোম > অপরাধ > ঢাকা

শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, জামাইকে রড দিয়ে পিটিয়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের পূবাইলের সাতানি পাড়ায় রবিউল ইসলাম (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পাঁচদিন পর আজ শুক্রবার বিকেলে তিনি নিজ বাড়িতে মারা গেছেন। রবিউল ইসলাম টঙ্গীর এরশাদ নগর এলাকার দুই নাম্বার ব্লকের তুহিন তালুকদারের ছেলে। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে গাজীপুরের পূবাইল থানার সাতানিপাড়া এলাকার কালাম মিয়ার মেয়ে করিমার সঙ্গে বিয়ে হয়। গত রোববার (৫ মে) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রবিউল। ওইদিন রাতেই স্ত্রী করিমার সঙ্গে কথা-কাটাকাটি হয় রবিউলের। 

এর একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন সকলে মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করে। পরে আহত অবস্থায় রবিউলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে টঙ্গীর এরশাদ নগর এলাকার নিজ বাড়িতে নেওয়া হয়। 

আজ শুক্রবার দুপুরে নিজ বাড়িতে রবিউলের মৃত্যু হয়। খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়। 

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস