হোম > অপরাধ > ঢাকা

তারকা রূপবিশেষজ্ঞের পারলারে গোপন ক্যামেরা, তাঁকে খুঁজছে পুলিশ

সুলতান মাহমুদ, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘উইমেন্স ওয়ার্ল্ড’ নামে একটি বিউটি পারলারের বিভিন্ন কক্ষে গোপনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভিডিও ধারণের অভিযোগে এরই মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা প্রতিষ্ঠানটির কর্মচারী। পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

তবে পারলারের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা চৌধুরী কণা আলম এবং তাঁর মেয়ে তারকা রূপবিশেষজ্ঞ ও মেকওভার আর্টিস্ট ফারনাজ আলম এখনো অধরা। ফারনাজ প্রতিষ্ঠানটি পরিচালক। পুলিশ বলছে, দুজনকে ধরার চেষ্টা চলছে। 

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা-পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পারলারে অভিযান চালায়। এরপর পারলারের বিভিন্ন কক্ষ থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন জব্দ করা হয়। 

এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ড পারলারের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা চৌধুরী কণা আলম এবং তাঁর মেয়ে পরিচালক ফারনাজ আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কর্মচারীরা স্বীকার করেছেন, পারলারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন ও ম্যাসেজ রুমে আপত্তিকর এবং স্পর্শকাতর ভিডিও অসৎ উদ্দেশ্যে ধারণ করা হয়েছে। 

গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ ও পারলার-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারলারটিতে প্রতিদিন ২০ থেকে ৩০ জন নারী সেবা নিতে আসতেন। এখানে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন সেবা নিতে আসতেন বলে জানা গেছে। সে হিসাবে মাসে গড়ে ৭০০ নারীর সেবা নিয়েছেন। 

সম্প্রতি এক নারী ওই পারলারে যান। তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পারলারের মধ্যে গোপন সিসি ক্যামেরা থাকার বিষয়টি প্রথম তাঁর নজরে আসে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরা জব্দ এবং তিনজনকে আটক করে। পরে এ ঘটনায় মামলা করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্তকাজ চলছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

ডিভিআরে থাকা ভিডিওর বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘জব্দ করা ডিভিআর আদালতের অনুমতি সাপেক্ষে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।’ 

ঘটনার পর থেকে উইমেন্স ওয়ার্ল্ড পারলারটি বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, ৭-৮ বছর ধরে তাঁরা পারলারটি দেখে আসছেন। প্রতিদিন বেলা ১১টার দিকে খোলা হতো পারলারটি। চালু থাকত রাত পর্যন্ত। এখানে তরুণী ও মধ্যবয়সী নারীরা বেশি আসতেন। বেশির ভাগের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। 

উইমেন্স ওয়ার্ল্ডের ওয়েবসাইট সূত্রে জানা যায়, রাজধানীর কাকরাইল, উত্তরা, গুলশান, বনানী, ওয়ারী, মিরপুর ও ধানমন্ডিতে তাদের ৯টি শাখা রয়েছে। এর মধ্যে মিরপুরেই রয়েছে দুটি শাখা। এখন শুধু ধানমন্ডির সাতমসজিদ রোডের র‍্যাংগস প্যানারোমা ভবনের তৃতীয় তলার শাখাটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঢাকার বাইরে চট্টগ্রামেও তাদের একটি শাখা রয়েছে। 

আজ রোববার উইমেন্স ওয়ার্ল্ডের ওয়ারী শাখার হটলাইনে ফোনকল করা হলে এক নারী রিসিভ করেন। তিনি বলেন, তাঁদের পারলার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। সেবাগুলোর মধ্যে রয়েছে ফেশিয়াল, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট। হেয়ার কাট ১ হাজার টাকা, আর হেয়ার কালার ৬ হাজার টাকা থেকে শুরু। হেয়ার কালারের জন্য অগ্রিম ৩ হাজার টাকা দিতে হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিভাগের অধ্যাপক জিয়া রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পারলারে গোপন ক্যামেরা বসিয়ে ভিডিও ধারণ একটি জঘন্য অপরাধ। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনা উচিত। এ ঘটনায় প্রমাণিত হয়, এগুলো যাদের দেখভাল করার দায়িত্ব, তারা যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করছে না। এই ঘটনা দুর্বল মনিটরিং ব্যবস্থার প্রমাণ।’

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ