হোম > অপরাধ > ঢাকা

দোহারে দুর্বৃত্তদের গুলিতে আহত ২ যুবক

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মুকসুদপুর ইউনিয়নের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকার মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) এবং একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।  

স্থানীয়রা জানান, দুবলী সেতুর ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান।  

আহত রাতুল বলেন, ‘গতকাল রাত আনুমানিক সারে ৮টার দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে আমি ও আমার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলাম। দুবলী সেতুর ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিন যুবক আমাদের পায়ে গুলি করে পালিয়ে যায়।’ 

আহত মেহেদি বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। আমি আহত অবস্থায়ও তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি।’ 

মেহেদি আরও বলেন, ‘রাতে আমরা হামলাকারীদের চিনতে পারিনি। আর কী উদ্দেশ্যে গুলি করল তা-ও বুঝতে পারছি না। তবে একটি ছেলেকে দেখলে হয়তো চিনতে পারব। এদিকে এমন ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’ 

আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, ‘বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে আমাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস