হোম > অপরাধ > ঢাকা

দোহারে দুর্বৃত্তদের গুলিতে আহত ২ যুবক

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মুকসুদপুর ইউনিয়নের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকার মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) এবং একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।  

স্থানীয়রা জানান, দুবলী সেতুর ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান।  

আহত রাতুল বলেন, ‘গতকাল রাত আনুমানিক সারে ৮টার দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে আমি ও আমার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলাম। দুবলী সেতুর ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিন যুবক আমাদের পায়ে গুলি করে পালিয়ে যায়।’ 

আহত মেহেদি বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। আমি আহত অবস্থায়ও তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি।’ 

মেহেদি আরও বলেন, ‘রাতে আমরা হামলাকারীদের চিনতে পারিনি। আর কী উদ্দেশ্যে গুলি করল তা-ও বুঝতে পারছি না। তবে একটি ছেলেকে দেখলে হয়তো চিনতে পারব। এদিকে এমন ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’ 

আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, ‘বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে আমাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান