হোম > অপরাধ > ঢাকা

ইঁদুর মারা ফাঁদ প্রাণ গেল রাজমিস্ত্রির

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু। গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত কবির আকন্দ (৫৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া গ্রামে মৃত সিরাজউদ্দিন আকন্দের ছেলে। কবির আকন্দ পেশায় রাজমিস্ত্রি। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

কবির আকন্দের বড় ছেলে শিমুল আকন্দ বলেন, ‘শনিবার রাতে বাবা পাশের বিলে মাছ শিকার করতে যায়। রাতে বাড়ি না ফেরায় সকালে বাবাকে খুঁজতে বের হই। খুঁজতে গিয়ে খবর পাই পাশের টেকমেরুন এলাকায় তমিজউদ্দিনের জমির পাশে মৃত অবস্থায় পড়ে আছে। বাবাকে পড়ে থাকতে দেখে ধরতে গিয়ে নিজে বিদ্যুতের শক পাই। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে বাবার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাই। সেখান থেকে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠায় পুলিশ।’

শিমুল আরও বলেন, ‘তমিজ উদ্দিনের ধানখেতে হাঁটু পানি রয়েছে। সে জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা। আসলে ইঁদুর মারার ফাঁদ নয়, কেউ যেন মাছ ধরতে না পারে সে জন্য ধানখেতের আইলজুড়ে বৈদ্যুতিক লাইন দিয়ে রেখেছে। এতে জড়িয়েই তার বাবার মৃত্যু হয়।’ 

তমিজ উদ্দিনের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। পুত্রবধূ পপি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। যা জানে সব পুরুষ মানুষেরা। তারা কেউ বাড়িতে নাই।’ 

প্রতিবেশীরা জানান, মরদেহ উদ্ধার হয়েছে খবর পাওয়ার পরপরই তমিজ উদ্দিন ও বাড়ির অন্যরা গা ঢাকা দিয়েছে। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘সকালে তমিজ উদ্দিনের জমির আইল থেকে কবির আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে তমিজ উদ্দিনের ছেলেরা তাঁদের ধানখেতে ইঁদুরের আক্রমণ রোধে খেতের আইলে বিদ্যুতের লাইন ফেলে রেখেছিল। আর তাতেই কবির আকন্দ মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা