হোম > অপরাধ > ঢাকা

শীর্ষ ‘সন্ত্রাসী’ মাহমুদ অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ি ঘাট এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত শীর্ষ ‘সন্ত্রাসী’ মাহমুদ হাসানকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি হরিণের চামড়া, ১টি প্রাইভেটকার, ১০৫ পিস ইয়াবা, জালটাকা ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫৩৫ টাকাসহ চাঁদাবাজির বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) মাজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাজহারুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান নামের এক শীর্ষ ‘সন্ত্রাসী’কে রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ি ঘাট এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গতকাল সোমবার রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজারুল ইসলাম বলেন, গ্রেপ্তার মাহমুদুল হাসান শাহ আলী থানার দিয়াবাড়ি ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা অপরাধের সঙ্গে সে জড়িত। দিয়াবাড়ি এলাকায় চলা বাস-ট্রাক ও পণ্য পরিবহনকারী পিকআপসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল মাহমুদ। এ ছাড়া ঘাট এলাকায় মাদক কেনাবেচা, সহযোগীদের আড্ডাখানা ছিল সন্ত্রাসী মাহমুদুল হাসানের অফিস।

র‍্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার মাহমুদুল হাসান ২০০৪ সালে কাফরুল থানা এলাকায় একে-৪৭ রাইফেল নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। বিভিন্ন থানায় সন্ত্রাসী মাহমুদুল হাসানের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। 

মাহমুদ হাসান র‍্যাবকে জানিয়েছে, সে মিরপুরের একটি স্কুল থেকে ১৯৯৮ সালে এসএসসি সম্পন্ন করে। এরপরই সে ধীরে ধীরে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণামূলক অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, জালটাকা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ