হোম > অপরাধ > ঢাকা

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে টঙ্গীর টিএনটি বাজারের একটি মেসে এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। 

এ ঘটনায় ওই নারী শফিকুল ইসলাম (৪০) ও ফিরোজ (৩৫) নামে দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে তাঁর স্বামীকে মারধরের খবর জানিয়ে ওই মেসে ডেকে আনেন। পরে স্বামীকে পিটিয়ে আহত করে পাশের কক্ষে (মেসে) আটকে রাখেন তাঁরা। পরে ভুক্তভোগীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন শফিকুল ও ফিরোজ। ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তারা ওই দম্পতিকে ছেড়ে দেন। পরে সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী। 

ভুক্তভোগী বলেন, ‘আমি একটি কারখানায় কাজ করি। শফিকুল ও ফিরোজ আমাদের পরিচিত। রাতে আমার স্বামীকে লোকজন মেসের ভেতর মারধর করছে—এমন খবর দিয়ে ডেকে আনে ফিরোজ। পরে তাঁরা দুজন মিলে আমার স্বামীকে পিটিয়ে আহত করে। আমাকে রাতভর ধর্ষণ করে। সকালে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। থানায় এসে মামলা করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে