হোম > অপরাধ > ঢাকা

ডিবি সেজে বাসায় তল্লাশির নামে ডাকাতি, নেতৃত্বে সিআইডি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রবেশ করে ডাকাতি করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মোহাম্মদপুরের লালমাটিয়ায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাসায় গত ২৯ অক্টোবর ডিবি পরিচয়ে একদল ব্যক্তি ডাকাতি করে। এ ঘটনায় গত ১ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। বাসার সিসি ক্যামেরা দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিআইডির পরিদর্শক সালাউদ্দিন করিম। তিনি ডাকাত দলের প্রধান। তিনি সিআইডির ঢাকা মেট্রোর উত্তরে কর্মরত ছিলেন। অপর ব্যক্তিরা হলেন—মো. বাবু, মেহেদী হাসান, বুলবুল চৌধুরী, মনির, শহিদুল ইসলাম ও সামিউল। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে সামিউল ও বাবু ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

ভুক্তভোগী শহীদুল ইসলাম অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র ও ডিবির স্টিকার নিয়ে তল্লাশির কথা বলে বাসায় প্রবেশ করে। তারা সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে। টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি চক্রটি, এরপর শহিদুলের ভাগনে জাবেদকে অপহরণের পর হত্যার হুমকি দিয়েও অর্থ আদায় করে। 

ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে এটি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে নিবন্ধিত গাড়ি। তবে গাড়িটি কয়েক বছর আগে বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি