হোম > অপরাধ > ঢাকা

ডিবি সেজে বাসায় তল্লাশির নামে ডাকাতি, নেতৃত্বে সিআইডি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রবেশ করে ডাকাতি করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মোহাম্মদপুরের লালমাটিয়ায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাসায় গত ২৯ অক্টোবর ডিবি পরিচয়ে একদল ব্যক্তি ডাকাতি করে। এ ঘটনায় গত ১ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। বাসার সিসি ক্যামেরা দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিআইডির পরিদর্শক সালাউদ্দিন করিম। তিনি ডাকাত দলের প্রধান। তিনি সিআইডির ঢাকা মেট্রোর উত্তরে কর্মরত ছিলেন। অপর ব্যক্তিরা হলেন—মো. বাবু, মেহেদী হাসান, বুলবুল চৌধুরী, মনির, শহিদুল ইসলাম ও সামিউল। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে সামিউল ও বাবু ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

ভুক্তভোগী শহীদুল ইসলাম অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র ও ডিবির স্টিকার নিয়ে তল্লাশির কথা বলে বাসায় প্রবেশ করে। তারা সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে। টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি চক্রটি, এরপর শহিদুলের ভাগনে জাবেদকে অপহরণের পর হত্যার হুমকি দিয়েও অর্থ আদায় করে। 

ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে এটি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে নিবন্ধিত গাড়ি। তবে গাড়িটি কয়েক বছর আগে বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন