হোম > অপরাধ > ঢাকা

সিঙ্গাইরে বড় ভাইয়ের হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে বড় ভাই আবু রায়হানের (২৬) হত্যার ঘটনায় করা মামলায় ছোট ভাই রোমান হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদে হত্যার কথা রোমান শিকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

রোমানকে গ্রেপ্তারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। 

গ্রেপ্তার রোমান সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আবু রায়হানকে হত্যার ঘটনায় গত মঙ্গলবার শাহজাহান বাদী হয়ে সিঙ্গাইর থানায় রোমান ও তাঁর স্ত্রী ফিহা আক্তারের নামে মামলা করেন। 

এজাহার থেকে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলে। বড় ছেলে আবু রায়হান পড়াশোনার পাশাপাশি এনজিওতে চাকরি করতেন। মেজো ছেলে রোমান লেবাননে ছিলেন। প্রবাসে থাকার সময় রোমান বাড়িতে ১৩ লাখ টাকা পাঠান। রোমান দেশে এসে তাঁর পাঠানো টাকার হিসাব চান। এই টাকার হিসাব নিয়ে রোমানের সঙ্গে তাঁর পরিবারের কলহ তৈরি হয়। এ ছাড়া বাড়ির কাউকে না জানিয়ে ফিহা আক্তারকে বিয়ে করে রোমান। এসব নিয়ে তাঁদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। 

গত রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই এক ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে বড় ভাই রায়হানকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে জবাই করা হয়। এ সময় রায়হানের গোঙানির শব্দে তাঁদের ছোট ভাই জামালের ঘুম ভাঙে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন বলে এজাহার থেকে জানা গেছে। 

ওসি মিজানুর বলেন, ‘রোমানকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান তাঁর ভাইকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি রোমানের স্ত্রী ফিহাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন