হোম > অপরাধ > ঢাকা

রূপনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রূপনগরে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান (৬০) নামে ওই বাড়িরই দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনাটি ঘটে। আজ রোববার শারীরিক পরীক্ষার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

শিশুটির বাবা অভিযোগ করেন, রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি দ্বিতল বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তাঁরা। শনিবার বিকেলে ওই বাড়ির দারোয়ান আব্দুল মান্নান শিশুটিকে ছাদে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তার মা খোঁজাখুঁজি শুরু করলে ছাদ থেকে অর্ধনগ্ন অবস্থায় মেয়েকে নেমে আসতে দেখেন। শিশুটিকে বাসায় নিয়ে তার কাছে মা সবকিছু জানতে চাইলে শিশুটি দারোয়ানের নাম উল্লেখ করে যৌন নিপীড়নের কথা জানায়। বিষয়টি শিশুটির বাবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দিলে রাতেই পুলিশ গিয়ে অভিযুক্ত মান্নানকে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাড়ি থেকে অভিযুক্ত দারোয়ান আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। শিশুটির বাবা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে