হোম > অপরাধ > ঢাকা

রূপনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রূপনগরে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান (৬০) নামে ওই বাড়িরই দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনাটি ঘটে। আজ রোববার শারীরিক পরীক্ষার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

শিশুটির বাবা অভিযোগ করেন, রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি দ্বিতল বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তাঁরা। শনিবার বিকেলে ওই বাড়ির দারোয়ান আব্দুল মান্নান শিশুটিকে ছাদে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তার মা খোঁজাখুঁজি শুরু করলে ছাদ থেকে অর্ধনগ্ন অবস্থায় মেয়েকে নেমে আসতে দেখেন। শিশুটিকে বাসায় নিয়ে তার কাছে মা সবকিছু জানতে চাইলে শিশুটি দারোয়ানের নাম উল্লেখ করে যৌন নিপীড়নের কথা জানায়। বিষয়টি শিশুটির বাবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দিলে রাতেই পুলিশ গিয়ে অভিযুক্ত মান্নানকে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাড়ি থেকে অভিযুক্ত দারোয়ান আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। শিশুটির বাবা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ