হোম > অপরাধ > ঢাকা

পাকস্থলীতে ইয়াবাসহ বিমানবন্দরে যুবক গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বপন মিয়া (২৪) নামের এক যুবকের পাকস্থলীতে প্রায় দুই হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই যাত্রী পায়ুপথের মাধ্যমে পাকস্থলী থেকে ৪০টি ক্যাপসুল বের করেন। ক্যাপসুল থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবক কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদের ওহিদুর রহমান ভূইয়ার ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল স্বপন। পরে তাঁকে এপিবিএন সদস্যরা আটক করে জিজ্ঞাসাবাদ করে করেন। তখন তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। এতে আরও সন্দেহ ঘনীভূত হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হলে স্বপনের পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।

জিয়াউল হক বলেন, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ