হোম > অপরাধ > ঢাকা

পাকস্থলীতে ইয়াবাসহ বিমানবন্দরে যুবক গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বপন মিয়া (২৪) নামের এক যুবকের পাকস্থলীতে প্রায় দুই হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই যাত্রী পায়ুপথের মাধ্যমে পাকস্থলী থেকে ৪০টি ক্যাপসুল বের করেন। ক্যাপসুল থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবক কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদের ওহিদুর রহমান ভূইয়ার ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল স্বপন। পরে তাঁকে এপিবিএন সদস্যরা আটক করে জিজ্ঞাসাবাদ করে করেন। তখন তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। এতে আরও সন্দেহ ঘনীভূত হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হলে স্বপনের পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।

জিয়াউল হক বলেন, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ