ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ফজর আলী গাজী (৭১) নামে এক হাজতি ঢাকা মেডিকেলে মারা গেছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফজর আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কারারক্ষীরা। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তাঁর বাবার নাম মৃত জহর গাজী।