হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে ঘরের ভেতর গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজিয়া সুলতানা কাকলীর মা তাসলিমা বেগম বাদী হয়ে এই মামলা করেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার 

এর আগে গত রোববার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দ পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন একই এলাকার আউয়াল নবীর মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তাঁর ছেলে তালহা (৮)। 

ঘটনার পরপরই পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় মা-ছেলেকে হত্যা করা হয়। হত্যাকারী নিহত ব্যক্তিদের পূর্বপরিচিত হয়ে থাকার সম্ভাবনা বেশি। কারণ, বাড়িতে থাকা আলমারি খুললেও কোনো স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি নেয়নি। ফলে খুন করার পরিকল্পনা নিয়েই হত্যাকারী বাড়িতে এসেছিল। 

তাসলিমা বলেন, ‘কাকলীর স্বামী কয়েক বছর আগে মারা গেছে। এরপর আমি মেয়েকে বাড়িতে চলে আসতে বলি। কিন্তু সে স্বামীর ভিটা ছাড়তে নারাজ ছিল। একমাত্র ছেলেকে নিয়ে একাই বসবাস করত সেই আধা পাকা ঘরে। কাকলীর বোনেরা মাঝেমধ্যেই আসা-যাওয়া করত। এখন আর কেউই রইল না এই বাড়িতে।’ 

হত্যাকাণ্ড ও মামলার বিষয়ে ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘মঙ্গলবার সকালে কাকলীর মা মামলা দায়ের করেছেন। কাউকে সন্দেহ করতে পারেনি বিধায় আসামি অজ্ঞাতনামা করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, দ্রুতই মামলার রহস্য উদ্‌ঘাটন করতে পারব।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান