হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে ঘরের ভেতর গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজিয়া সুলতানা কাকলীর মা তাসলিমা বেগম বাদী হয়ে এই মামলা করেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার 

এর আগে গত রোববার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দ পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন একই এলাকার আউয়াল নবীর মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তাঁর ছেলে তালহা (৮)। 

ঘটনার পরপরই পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় মা-ছেলেকে হত্যা করা হয়। হত্যাকারী নিহত ব্যক্তিদের পূর্বপরিচিত হয়ে থাকার সম্ভাবনা বেশি। কারণ, বাড়িতে থাকা আলমারি খুললেও কোনো স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি নেয়নি। ফলে খুন করার পরিকল্পনা নিয়েই হত্যাকারী বাড়িতে এসেছিল। 

তাসলিমা বলেন, ‘কাকলীর স্বামী কয়েক বছর আগে মারা গেছে। এরপর আমি মেয়েকে বাড়িতে চলে আসতে বলি। কিন্তু সে স্বামীর ভিটা ছাড়তে নারাজ ছিল। একমাত্র ছেলেকে নিয়ে একাই বসবাস করত সেই আধা পাকা ঘরে। কাকলীর বোনেরা মাঝেমধ্যেই আসা-যাওয়া করত। এখন আর কেউই রইল না এই বাড়িতে।’ 

হত্যাকাণ্ড ও মামলার বিষয়ে ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘মঙ্গলবার সকালে কাকলীর মা মামলা দায়ের করেছেন। কাউকে সন্দেহ করতে পারেনি বিধায় আসামি অজ্ঞাতনামা করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, দ্রুতই মামলার রহস্য উদ্‌ঘাটন করতে পারব।’

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার