হোম > অপরাধ > ঢাকা

গোপীবাগে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গোপীবাগ এলাকায় প্রাইভেট কারের চাপায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপীবাগ জজ গলিতে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে ওই প্রাইভেট কারের চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করেন। 

ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেট কারের চালক হোসাইন অনু জানান, তিনি নিজের প্রাইভেট কার চালিয়ে বাসায় ফিরছিলেন। তাঁর বাসা জজ গলিতেই। বাসার গলিতে ঢোকার সময় ওই বৃদ্ধা প্রাইভেট কারচাপায় গুরুতর আহত হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গোপীবাগে প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়। ওই প্রাইভেট কারচালকই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাইভেট কারের চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ওয়ারি থানায় অবহিত করা হয়েছে।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন