অননুমোদিত মেডিকেল ডিভাইস, মেয়াদোত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট ও রি–এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
এসব পণ্য বাজারজাতের অভিযোগে তিন প্রতিষ্ঠানের মুলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গণমাধ্যমে পাঠানো র্যাব-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার বায়োল্যাব ইন্টারন্যাশনাল ও তাদের সহযোগী প্রতিষ্ঠান বনানী থানা এলাকায় অবস্থিত এক্সন টেকনোলোজি অ্যান্ড সার্ভিস লিমিটেড ও হাইটেক হেলথকেয়ার লিমিটেডে অভিযান চালায়। এসব প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অননুমোদিত মেডিকেল ডিভাইস ও মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও রি–এজেন্ট জব্দ করা হয়।