নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জিতু মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল বুধবার রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার ফিরোজ মার্কেটে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, মাহমুদ ওই মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ সকালে দোকানে গিয়ে দেখেন সবগুলো তালা ভাঙা এবং ৩০০ চালের বস্তা, যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা এবং ৭ কার্টুন সয়াবিন তেল, যার মূল্য ২১ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে।