হোম > অপরাধ > ঢাকা

পাংশায় স্কুলশিক্ষক হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), একই ইউনিয়নের নুর আলী মণ্ডল ওরফে নুর আলমের ছেলে মো. রাসেল মণ্ডল (২০) ও কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ (৪০)। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও দুটি ককটেল বোমা জব্দ করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে। 

পুলিশ কর্মকর্তা সুমন কুমার সাহা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিপূর্বে পুলিশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের কাছ থেকে একটি একনলাব ন্দুক ও দুটি কার্তুজ জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 
 
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন:

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯