নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন-জান্নাতুল ফেরদৌস, আরমান সিদ্দিক সোহাগ, মাসুদ রানা ও হাসান মিয়া। আহতদের মধ্যে জান্নাতুল ফেরদৌস ও আরমান সিদ্দিক সোহাগের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের জয়নাল মিয়ার পরিবারের সঙ্গে গিরদান গ্রামের নুর মোহাম্মদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাতে নুর মোহাম্মদের ছেলে জান্নাতুল ফেরদৌস ও তাঁর বন্ধুরা ইমানেরকান্দি বাজারে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে জয়নাল মিয়ার নেতৃত্বে শাহ জালাল, রুবেল, রাজিব, শরীফ, রিয়াজ, শাহ আলম, সাইফুল ইসলাম, রিয়াজ, রমজানসহ ১০ / ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ওই ৪ জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌসের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আহত জান্নাতুল ফেরদৌসের বাবা নুর মোহাম্মদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জয়নাল মিয়া ও তাঁর লোকজন আমার ছেলে ও তিন বন্ধুকে কুপিয়ে জখম করেছে।
অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, ঘটনার সঙ্গে আমার লোকজন জড়িত থাকতে পারে। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।