হোম > অপরাধ > ঢাকা

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে বাড়ি মালিকের এলোপাতাড়ি গুলি, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত বাড়ির মালিক আজাহার তালুকদারকে (৬৫)। 

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। আহতরা হলেন-রেস্তোরাঁর ম্যানেজার শফিকুর রহমান কাজল (৫০), পথচারী ইউনুস (৩৫) এবং অভিযুক্তের মেয়ে লাকি (২৩)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজাহার তালুকদার ও তাঁর চার ভাই আংগুরা ভিলা নামে একটি ছয়তলা বাড়ির মালিক। বাড়ির নিচতলায় থাকা বেশ কয়েকটি দোকান এক এক ভাইয়ের নামে বরাদ্দ। রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী আজাহারের ছোট ভাই আজিজুল হাওলাদারের কাছ থেকে ভাড়া নেয়। রোববার রাত সাড়ে ৮টায় আজাহার রেস্তোরাঁয় প্রবেশ করে পানির জন্য ১০ লাখ টাকা এককালীন বিল চায়। এ সময় রেস্তোরাঁর মালিক জানায়, ভাড়ার বিষয়ে আজিজুলের সঙ্গে কথা বলবে। 

ভাড়া নিয়ে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত হয়ে পরে আজাহার ও দোকানের মালিকপক্ষ। একপর্যায়ে আজাহার ক্ষুব্ধ হয়ে ঘর থেকে পিস্তল ও শটগান নিয়ে আসে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এতে রেস্তোরাঁর ম্যানেজার শফিফুর রহমান কাজলের পেটে গুলি লেগে গুরুতর আহত হন। একই সময়ে আহত হন রাসেল নামে এক পথচারী। আজাহারকে নিবৃত্ত করতে গিয়ে তাঁর মেয়ে লাকিও পায়ে গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন আজাহারকে মারধর শুরু করলে তিনি দৌড়ে ঘরে গিয়ে আশ্রয় নেন। 

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ‘পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা প্রতিবাদ করে বলি—এই বিষয়ে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলব। কিন্তু তিনি কথা না শুনে দৌড়ে পিস্তল আর বন্দুক এনে গুলি চালায়। আমাদের ম্যানেজার কাজলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। ম্যানেজারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর।’ 

গুলিবিদ্ধ পথচারী ইউনুছ বলেন, ‘আমি মসজিদের পাশে চায়ের দোকানে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম বাড়ির মালিক পিস্তল নিয়ে রেস্তোরাঁর লোকজনকে গুলি করে। একপর্যায়ে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি চালায়। তখন আমার পায়ে একটা গুলি লাগে।’ 

আজাহারের ভাই আজিজুল হাওলাদার বলেন, ‘আমি শুনলাম আমার ভাই নাকি রেস্তোরাঁয় গিয়ে ১০ লাখ টাকা চেয়েছে। জানার সঙ্গে সঙ্গেই দ্রুত রেস্তোরাঁর দিকে রওনা দেই। কিন্তু আসতে আসতেই শুনি তিনি গুলি চালিয়েছেন। তাঁকে ফেরাতে গিয়ে তাঁর মেয়েও আহত হয়েছেন।’ 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। আজাহার রাগের বশেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানতে পেরেছি। তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদে অধিকতর তথ্য বেরিয়ে আসবে।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​