হোম > অপরাধ > ঢাকা

জোর করে মাইক্রোবাসে তুলে নেন অপহরণকারীরা, উদ্ধারের পর জানালেন শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র‍্যাব। 

অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।   

আজ বুধবার দুপুরে র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র‍্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র‍্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া রবিউল র‍্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। 

র‍্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ