হোম > অপরাধ > ঢাকা

জোর করে মাইক্রোবাসে তুলে নেন অপহরণকারীরা, উদ্ধারের পর জানালেন শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র‍্যাব। 

অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।   

আজ বুধবার দুপুরে র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র‍্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র‍্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া রবিউল র‍্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। 

র‍্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক