হোম > অপরাধ > ঢাকা

হেলমেটের ভেতরে মাদক বহন করত মনির, অতঃপর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের হেলমেটের ভেতরে ইয়াবা পাচারকালে মনির নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। 

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেলমেটের ভেতর থেকে ৫ হাজার ১২৮ পিস ইয়াবা, একটি মোবাইল ও ৩ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, মনির বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ