হোম > অপরাধ > ঢাকা

হেলমেটের ভেতরে মাদক বহন করত মনির, অতঃপর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের হেলমেটের ভেতরে ইয়াবা পাচারকালে মনির নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। 

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেলমেটের ভেতর থেকে ৫ হাজার ১২৮ পিস ইয়াবা, একটি মোবাইল ও ৩ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, মনির বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা