হোম > অপরাধ > ঢাকা

হেলমেটের ভেতরে মাদক বহন করত মনির, অতঃপর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের হেলমেটের ভেতরে ইয়াবা পাচারকালে মনির নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। 

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেলমেটের ভেতর থেকে ৫ হাজার ১২৮ পিস ইয়াবা, একটি মোবাইল ও ৩ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, মনির বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ