আশুলিয়া থেকে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ আতশবাজি ও পটকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মো. কবির হোসেন (৫২) ও হবিগঞ্জের মো. তানভীর হোসেন (২০)।
মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আতশবাজি ও পটকা মজুত করেন। বিভিন্ন জাতীয় দিবসে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে এসব সংগ্রহ করা হয়। তাঁদের সঙ্গে আরও অনেক সহযোগী রয়েছেন।
মো. মাজহারুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।