হোম > অপরাধ > ঢাকা

আশুলিয়ায় প্রায় ৩০ লাখ টাকার আতশবাজি-পটকাসহ গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া থেকে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ আতশবাজি ও পটকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মাজহারুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মো. কবির হোসেন (৫২) ও হবিগঞ্জের মো. তানভীর হোসেন (২০)। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে মজুত রাখা ৩২ ধরনের নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা জব্দ করা হয়। যার আনুমানিক দাম প্রায় ৩০ লাখ টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আতশবাজি ও পটকা মজুত করেন। বিভিন্ন জাতীয় দিবসে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে এসব সংগ্রহ করা হয়। তাঁদের সঙ্গে আরও অনেক সহযোগী রয়েছেন। 

মো. মাজহারুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে