হোম > অপরাধ > ঢাকা

আশুলিয়ায় প্রায় ৩০ লাখ টাকার আতশবাজি-পটকাসহ গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া থেকে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ আতশবাজি ও পটকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মাজহারুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মো. কবির হোসেন (৫২) ও হবিগঞ্জের মো. তানভীর হোসেন (২০)। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে মজুত রাখা ৩২ ধরনের নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা জব্দ করা হয়। যার আনুমানিক দাম প্রায় ৩০ লাখ টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আতশবাজি ও পটকা মজুত করেন। বিভিন্ন জাতীয় দিবসে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে এসব সংগ্রহ করা হয়। তাঁদের সঙ্গে আরও অনেক সহযোগী রয়েছেন। 

মো. মাজহারুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি